ভাইডালিন গোল্ড কিসের ট্যাবলেট ? ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর কাজ কি,এর দাম কত?vidalin gold Tablet kaj ki bangla
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর কাজ কি?ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর দাম কত?ভাইডালিন গোল্ড কিসের ট্যাবলেট ?
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে multivitamin & multimineral a-z gold preparation গ্রুপের পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি ভাইডালিন গোল্ড ট্যাবলেটের কাজ কি ? এর দাম কত? কি কি রোগের কাজ করে এই ট্যাবলেট ইত্যাদি । আমাদের Banglayjanun24 ওয়েবসাইট এর পোস্ট দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের ওয়েবসাইটি অবশ্যই শেয়ার করবেন । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট কি কাজে ব্যাবহার হয় *******
১৮ বছর বা তার বেশি বয়সী বয়সের ক্ষেত্রে ভিটামিন ও মিনারেল অভাব জন্য নির্দেশিত ।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট আমি কি ভাবে এটা গ্রহণ করবো? ****
ওষুধটি মুখে নিয়ে এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন কোন সমস্যা ছাড়া । ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবেনা ওষুধটি মুখে নিয়ে পানি দিয়ে গিলে খেতে হবে ।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর ডোজ *****
১ টি ট্যাবলেট দিনে ।শিশুদের জন্য ফর্মুলা আকারে এটি তৈরি করা হয়নি ।চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না *****
যে সব রােগীদের ভাইডালিন গোল্ড ট্যাবলেট প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া *******
কোন উল্লেযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। অল্প ও পরিবর্তনযোগ্য আন্ত্রিক গ্যাস তৈরী করতে পারে।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর সতর্কতা ও সতর্কবাণী******
যকৃতের অক্ষমতা আছে,যাদের হাড়ের ঘনত্ত কমে যাওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে ভাইডালিন গোল্ড ট্যাবলেট সতর্কতার সাথে ব্যবহার করতে হবে।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর ওভারডোজ *****
আপনি যদি মনে করেন যে আপনি ভাইডালিন গোল্ড ট্যাবলেট অত্যধিক পরিমানে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যোগাযোগ করুন।
অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে,রোগীর লক্ষণ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে ব্যবহার *****
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করা উচিত।
ভাইডালিন গোল্ড ট্যাবলেট এর প্যাক সাইজ & প্রতি পিসের দাম ******
প্যাক সাইজ:30পিস |প্রতি পিসের দাম : 9.00 টাকা
সতর্কীকরণ বার্তা ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকার ওষুধ গ্রহন করে সমস্যা হলে Banglayjanun24 কর্তৃপক্ষ দায়ভার বহন করবে না ।