মাইগ্রেনিল ১.৫ এম জি ট্যাবলেট এর কাজ কি এর দাম কত? মাইগ্রেনিল ট্যাবলেট কিসের জন্য দেয়

মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট এর কাজ কি এর দাম কত? মাইগ্রেনিল ট্যাবলেট কিসের জন্য দেয় Migranil tablet ar dam,bebhohar,somosa



আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে Flunarizine গ্রুপের  গ্লোবাল ফার্মাসিউটিক্যালস  লিমিটেড  তৈরি অমিডন ট্যাবলেটের কাজ কি ? এর দাম কত? কি কি রোগের কাজ করে এই ট্যাবলেট ইত্যাদি । আমাদের Banglayjanun24 ওয়েবসাইট এর পোস্ট দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের ওয়েবসাইটি অবশ্যই শেয়ার করবেন ।  আমাদের সাথে থাকার জন্য  ধন্যবাদ ।


মাইগ্রেনিল ১.৫ ট্যাবলেট কি কাজে ব্যাবহার হয় *******

মাইগ্রেইন জনিত মাথা ব্যথা,মাথা বঘোরানো, ভ্রমণজনিত অসুস্থতা এর প্রতিরোধক চিকিৎসায় ব্যবহৃত হয়।

মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট এর কাজ কি এর দাম কত? মাইগ্রেনিল ট্যাবলেট কিসের জন্য দেয়

মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট এর কাজ কি এর দাম কত? মাইগ্রেনিল ট্যাবলেট কিসের জন্য দেয়


মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট আমি কি ভাবে এটা গ্রহণ করবাে
?:

ওষুধটি মুখে নিয়ে ১ গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন কোন সমস্যা ছাড়া  । ওষুধটি চুষে খাওয়া বা ভেঙ্গে বা গুড়া করে খাওয়া যাবেনা ওষুধটি মুখে নিয়ে পানি দিয়ে গিলে খেতে হবে  ।


মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট এর মাত্রা ও ব্যবহার বিধি :দিনে ১.৫ মি.গ্রাম. করে রাতে ঘুমানোর সময় এক মাত্রায় অথবা তিন বার বিভক্ত মাত্রায় সেবন করতে হবে । বিভিন্ন কারনে ওষুধের মাত্রার তারতম্য হতে পারে। তাই ডাক্তার যে ভাবে প্রেসক্রিপশনের নির্দেশাবলী দিয়েছেন ঠিক সেই ভাবে ওষুধ গ্রহন করুন।


মাইগ্রেনিল ১.৫ ট্যাবলেট এর সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না
:অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যাদের ন্যারো এঙ্গেল গ্লুকোমা এবং প্রোষ্টেটের অতিবৃদ্ধি রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। বৃক্কের অপর্যাপ্ত কর্মক্ষমতার ক্ষেত্রে মাত্রার সমন্বয় প্রয়োজন হতে পারে।


 মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া :সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ঝিঁমুনী, মাথা ঘোরা, শুষ্ক মুখ, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি।


মাইগ্রেনিল ১.৫ ট্যাবলেট এর অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :এলকোহল, হিপনোটিকস এবং বিষন্নতারোধী ওষুধ।


 মাইগ্রেনিল ১.৫  এম জি  ট্যাবলেটটএর ওভারডােজ:

আপনি যদি মনে করেন যে আপনি এই ওষুধ অত্যধিক পরিমানে ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন অথবা হাসপাতালে যােগাযােগ করুন।


অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে, রােগীর লক্ষণ অনুযায়ী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।
কিছু ওষুধের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ল্যাভেজের মাধ্যমে পেট খালি করা হয়। রােগীকে সাবধানে পর্যবেক্ষণ করা উচিত (ইসিজি পর্যবেক্ষণ সহ) এবং লক্ষণমূলক এবং সহায়ক চিকিৎসা দেওয়া উচিত।


 মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট এর গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় অত্যন্ত জরুরী ক্ষেত্রে ব্যতীত নির্দেশিত নয়। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এর ব্যবহার নির্দেশিত নয়।

 মাইগ্রেনিল ১.৫ এম জি  ট্যাবলেট প্যাক সাইজ & প্রতি পিসের দামঃ
প্যাক সাইজ:98's pack | প্রতি পিসের দাম : ৫.০০ টাকা

Tag
Migranil 0.5 এর কাজ কি,মাইগ্রেনিল ১.৫ট্যাবলেট কিসের জন্য দেয়,Migranil 0.5 এর দাম কতো
মাইগ্রেনিল ১.৫ ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া,মাইগ্রেনিল ১.৫ ট্যাবলেট এর দাম
মাইগ্রেনিল ১.৫ ট্যাবলেট এর ব্যবহার,Migranil in Bengali এর ব্যবহার,মাথা ঠান্ডা রাখার হোমিও ঔষধ
মাথাব্যাথা এবং মাইগ্রেন জন্য প্রতিকার,Migranil 1.5 এর কাজ কি?


সতর্কীকরণ  ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহন করুন। আপনার প্রেসক্রিপশনের নির্দেশাবলী অনুসরণ করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন প্রকার ওষুধ গ্রহন করে সমস্যা হলে Banglayjanun24 কর্তৃপক্ষ দায়ভার বহন করবে না ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url