সোনার বাংলাদেশ লিরিক্স আলি হাসান Shonar Bangladesh Rap Song Download
সোনার বাংলাদেশ লিরিক্স আলি হাসান Shonar Bangladesh lyrics Ali Hasan Rap Song 2022
সোনার বাংলাদেশ গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে আলি হাসান ও সাদি,আলামিন । গানটি সংগীত করেছেন আলি হাসান । গানটি লিখছেন আলি হাসান ।এটি একটি বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে। এই গানটি প্রকাশ করে "Label :G Series " ইউটিউব চ্যানেল।
যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ
Song : Shonar Bangladesh(সোনার বাংলাদেশ)
Singer : Aly Hasan
Rap : Siam Hawladar
Lyric : Aly Hasan & Siam Hawladar
Tune : Aly Hasan
Music : Sadi Vai & Shochi Shams
Mix & Mastering : Sochi Shams
Language : Bangla
Label : G Series
আমার সোনার বাংলাদেশ লিরিক্স আলি হাসান
দেশে ভালো কইবেন কারে
এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের
আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ
শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায়
হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ
ও নানা বেটারির চার্জ শেষ
নাকি নিউ পাগলের ভেস
দেশে খারাপ আবার কেডা
জেডা সবাইতো দরবেশ
যত চিটার বাটপার ভইরা
গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোছ দাড়ি গজানোর
আগে গজায়া জায় লেজ
বাঙাল নাই ঘরে খাইবো বেশি
ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি দেশে
রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দানা পিছদা জবাই
করো তোমার খাশি
কারণ আপন আর দেশি
এডি বাতি নিভায় বেশি
কাকি এখন তো আপাদতো
দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি
মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি
আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে
লইয়া লইতো ফাঁসি
ওগো শোনো শোনো দেশো বাসি
টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এ
ডি মাইরা বাইচ্চা আছি
শোনেন শোনেন দেশো বাসি
টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি
এডি মাইরা বাইচ্চা আছি।
ভালো কইবেন কারে এখন
সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের
আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ
শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায়
হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ,
আমার সোনার বাংলাদেশ
দেশটা আসলেই করা
নদী মাত্রিক দেশ
আমগো প্রকৃতিতে ঘেরা
হ সবুজে সেরা আমার
সোনার বাংলাদেশ
এখন সত্যিকথা বলতে
শুধু আপনি আমি খেছ
বাংলার ৮ টা বিভাগ আর 64
জেলা সবাই থাকে ব্যস্ত
কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা
এইডা জানে উপরওয়ালা
আর খেলা যদি আনলিগেল
হয় না খেলাই ভালা
তাইলে দরকারকি
করার আলগা প্রেম
ফাও পিরিতে বদনাম বারে বারে ব্লেম
আচ্ছা তুমি দেশী
আমি দেশি সেম টু সেম
তগো দোহাই লাগে দেশটা
লইয়া আর করিছনা গেম
হন কেউ আছে ভালো
আবার কেউ আছে চিটার
কেউ আসছে বাটপার
আবার কেউ আছে টিচার
এইডা মাইনা লইছিশ
কমবেশি সবার মধ্যেই পেছ
এখন ভালো-মন্দ মিল্লা
আমার সোনার বাংলাদেশ।
দেশে ভালো কইবেন কারে
এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের
আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ
শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায়
হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ
দেশে ভালো কইবেন কারে, এখন সবার ভিতরে পেছ সং ডাউনলোড
তগো মোছ দারি গজানে আগে ,গজায়া জায় লেজ সং ডাউনলোড