কলিজার পোষা পাখি রে লিরিক্স kolijar posha pakhi re lyrics
কলিজার পোষা পাখি রে লিরিক্স kolijar posha pakhi re lyrics
কলিজার পোষা পাখি রে গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে শ্রুতি। গানটি সংগীত করেছেন মামুন । । গানটি লিখছেনকবির মামুন ।এটি একটি বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে। এই গানটি প্রকাশ করে "Antor Multimedia " ইউটিউব চ্যানেল।যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ
Song : Kolijar Posha Pakhire
Singer : Sruthi
Lyrics : Nurealam Mamun
Tune : Antor Hasan
Music : Ahmed Sajeeb
Cast : Sumaiya Rimu & SA Opu
Cinematography : Mk Mosharof
Edit : Al Amin Masud
Colour : Antor Hasan
Directed By : Antor Multimedia Team
Language : Bangla
Label : Antor Multimedia
কলিজার পোষা পাখি রে লিরিক্স
কলিজার পোষা পাখি রে
মন পিঞ্জিরা ভাইঙ্গা গেলি রে
কেমনে আমি বুঝাবো তোরে
কত আঘাত দিলি অন্তরে
কলিজার পোষা পাখি রে
মন পিঞ্জিরা ভাইঙ্গা গেলি রে
কেমনে আমি বুঝাবো তোরে
কত আঘাত দিলি অন্তরে
মিউজিক
উইড়া গেলো ময়না পাখি
চাইলো না ফিরে !
কান্দি আমি একা একা
শূন্য এই নীড়ে।
উইড়া গেলো ময়না পাখি
চাইলো না ফিরে !
কান্দি আমি একা একা
শূন্য এই নীড়ে।
কলিজার পোষা পাখি রে
মন পিঞ্জিরা ভাইঙ্গা গেলি রে
কেমনে আমি বুঝাবো তোরে
কত আঘাত দিলি অন্তরে
মিউজিক
কথা দিয়া রাখলি না রে
তুই তো হারামি।
বিশ্বাস কইরা তোরে এখন
কান্দিরে আমি।
কথা দিয়া রাখলি না রে
তুই তো হারামি।
বিশ্বাস কইরা তোরে এখন
কান্দিরে আমি।
যাইবি যদি এমনি কইরা
দিলি কেন মায়া
উইড়া গেলি কোন অজানায়
পড়লো না ছায়া
কলিজার পোষা পাখি রে
মন পিঞ্জিরা ভাইঙ্গা গেলি রে
কেমনে আমি বুঝাবো তোরে
কত আঘাত দিলি অন্তরে
কলিজার পোষা পাখি রে
মন পিঞ্জিরা ভাইঙ্গা গেলি রে
কেমনে আমি বুঝাবো তোরে
কত আঘাত দিলি অন্তরে