এই ভালোবাসা তোমাকে পেতে চায় লিরিক্স Ei Bhalobasha Tomake pete Chay lyrics

 এই ভালোবাসা তোমাকে পেতে চায় লিরিক্স Ei Bhalobasha Tomake pete Chay lyrics


এই ভালোবাসা তোমাকে পেতে চায় গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে মানু। গানটি সংগীত করেছেন গৌতম। গানটি লিখছেন গৌতম  ।এটি একটি  বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে।  এই গানটি প্রকাশ করে "SVF " ইউটিউব চ্যানেল।যদি কারো আর ভালো  বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা  সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ।

এই ভালোবাসা তোমাকে পেতে চায় লিরিক্স Ei Bhalobasha Tomake pete Chay lyrics

Song Name:Ei Bhalobasha
Film : Sathi
Music: S. P. Venkatesh
Singer : Manu
Lyrics : Gautam Sushmit
Music Label : SVF Music

এই ভালোবাসা তোমাকে পেতে চায় গানের লিরিক্স:

এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়।


এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়।

মিউজিক

কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে
হো.কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে

সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়।

মিউজিক

এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়।

কেন তুমি আছো বহুদুরে
দাও ধরা এসে বাহুডোরে
ও.কেনো তুমি আছো বহুদূরে
দাও ধরা এসে বাহুডোরে

এই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যাই
এই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যাই

এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা
তোমাকেই পেতে চায়

ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন
কিছু বলে যায়।


কবে তুমি নাম ধরে ডাকবে লিরিক্স.kobe tumi nam Dore Dakbe Song Download
এই ভালোবাসা তোমাকে পেতে চায় লিরিক্স Ei Bhalobasha Tomake pete Chay lyrics

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url