চিতায় পোড়াইলি গানের লিরিক্স Chitay Poraili Samz vai Song Lyrics
চিতায় পোড়াইলি গানের লিরিক্স Chitay Poraili Samz vai Song Lyrics
চিতায় পোড়াইলি গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে সামজ ভাই। গানটি সংগীত করেছেন সামজ ভাই।গানটি লিখছেনকবির সামজ ভাই ।এটি একটি বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে। এই গানটি প্রকাশ করে "Antor Multimedia " ইউটিউব চ্যানেল।যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ
Song : Chitay Poraili
Singer : Samz Vai
Lyrics : S A Saiful
Tune : Azim Babu
Music : Real Ashique
DOP : MK Mosharof
Edit & Colour : Ruman Azad
Label : Antor Multimedia
চিতায় পোড়াইলি গানের লিরিক্স - শ্যামজ ভাই
ভালোবেসে অবশেষে,ভালোবেসে অবশেষে
একি করিলি,সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি রে বন্ধু
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি
মিউজিক
তোরে যতনও করে মনেরও ঘরে
দিয়েছিলাম ঠাই তুই বন্ধু যে
এতো পাষাণ আগে বুঝি নাই
তোরে যতনও করে মনেরও ঘরে
দিয়েছিলাম ঠাই তুই বন্ধু যে
এতো পাষাণ আগে বুঝি নাই
বাকা ঠোঁটের ছলনাতে
বাকা ঠোঁটের ছলনাতে
আমায় ভোলাইলি
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি রে বন্ধু
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি
মিউজিক
তুই চলিয়া গেলিঅন্যেরই বুকে
আমায় একা ফেলে জীবনটারে নষ্ট করলি
ভালোবাসার ছলে
তুই চলিয়া গেলিঅন্যেরই বুকে
আমায় একা ফেলে জীবনটারে নষ্ট করলি
ভালোবাসার ছলে
ছেড়ে যাবি তবে কেন ছেড়ে যাবি তবে কেন
মায়া বাড়াইলি
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি রে বন্ধু
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি
মিউজিক
সুখে থাকিস বন্ধুরে তুই ঘর করে তার আলো
দোয়া করি সারাজীবন থাকিস রে তুই ভালো
সুখে থাকিস বন্ধুরে তুই ঘর করে তার আলো
দোয়া করি সারাজীবন থাকিস রে তুই ভালো
সাইফুল রে তুই বিনা দোষে
সাইফুল রে তুই বিনা দোষে
কি সাজা দিলি
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াইলি রে বন্ধু
সরল সোজা মনটা আমার
চিতায় পোড়াই।