তুই আর আমি এক জোড়া চড়ুই লিরিক্স Tui ar ami ek jora chorui Lyrics Samz Vai

 তুই আর আমি এক জোড়া চড়ুই লিরিক্স  Tui ar ami ek jora chorui Lyrics Samz Vai


তুই আর আমি এক জোড়া চড়ুই গানের লিরিক্স । এই গানে কণ্ঠ দিয়েছে সামজ ভাই । গানটি সংগীত করেছেন রোহান । গানটি লিখছেন  রোহান  ।এটি একটি  বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে।  এই গানটি প্রকাশ করে "SE " ইউটিউব চ্যানেল।
যদি কারো আর ভালো  বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা  সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ

Song Information:
Song: Ek Jora Chorui – এক জোড়া চড়ুই
Singer: Samz Vai
Lyrics: Rohan Raj
Tune: Rohan Raj
Music: Rohan Raj
Label: Sristy Multimedia

তুই আর আমি এক জোড়া চড়ুই লিরিক্স  Tui ar ami ek jora chorui Lyrics Samz Vai

এক জোড়া চড়ুই লিরিক্স Samz Vai


তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই।
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই।

বন্দী কইরা রাখা যদি
যায় তোরে এই মন।
ভুইলা যাইতাম তোরে আমি
করতাম না আপন।

বন্দী কইরা রাখা যদি
যায় তোরে এই মন।
ভুইলা যাইতাম তোরে আমি
করতাম না আপন।

আত্মার সাথে আত্মার পিরিত
ভিন্ন কেমনে হই।
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই ।
তুই আর আমি এক জোড়া চড়ুই

মিউজিক

যে মুখটা না দেখিলে বুকে লাগে ব্যথা
সেই মুখটা ভুইলা যাওয়া নয় রে সহজ কথা ।
যে মুখটা না দেখিলে বুকে লাগে ব্যথা
সেই মুখটা ভুইলা যাওয়া নয় রে সহজ কথা ।

মরণ যদি আসে তবে,মাইনা নিব তাই
তোরে ছাড়া বাইচা থাকার
কোনো উপায় নাই।

মরণ যদি আসে তবে,মাইনা নিব তাই
তোরে ছাড়া বাইচা থাকার
কোনো উপায় নাই।  

আত্মার সাথে আত্মার
পিরিত কেমনে ভিন্ন হই
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই ।
তুই আর আমি এক জোড়া চড়ুই

মিউজিক

আমার ব্যথাই আমি বুঝি
হৃদয় টা যায় জ্বলে
অনেক ভালো থাকতাম তোরে
আমার করে পেলে ।

আমার ব্যথাই আমি বুঝি
হৃদয় টা যায় জ্বলে
অনেক ভালো থাকতাম তোরে
আমার করে পেলে ।

মরণ যদি আসে তবে মেনে নিব তাই
তোরে ছাড়া বাইচা থাকার
কোনো উপায় নাই ।

মরণ যদি আসে তবে মেনে নিব তাই
তোরে ছাড়া বাইচা থাকার
কোনো উপায় নাই ।

আত্মার সাথে আত্মার
পিরিত কেমনে ভিন্ন হই
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই
তুই আর আমি এক জোড়া চড়ুই

 Tui ar ami ek jora chorui Lyrics By Samz Vai

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url