ভাইরাক্স সাসপেনশন ৭০ মি.লি এর কাজ কি Virux suspension er kaj ki

 ভাইরাক্স সাসপেনশন ৭০ মি.লি এর কাজ কি Virux suspension er kaj ki


ভাইরাক্স® - Virux

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর উপাদান :এ্যাসাইক্লোভির বিপি ২০০ মি.গ্রাম. ও ৪০০ মি.গ্রাম. ট্যাবলেট, ৫% ক্রীম ও ২০০ মি.গ্রাম./৫ মি.লি. সাস্‌পেশন।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর নির্দেশনা :ভাইরাক্স® হারপিস সিমপেক্স ভাইরাস (টাইপ ১ এবং টাইপ ২) এবং ভেরিসেলা জোস্টার ভাইরাস (হারপিস জোস্টার এবং চিকেনপক্স) চিকিৎসায় ব্যবহার করা হয়। ভাইরাক্স® ত্বক ও মিউকাস মেমব্রেনের হারপিস সিমপেক্স ভাইরাসের সংক্রমণ যেমন প্রারমিম্ভক ও রিকারেন্ট জেনিটাল হারপিস এবং হারপিস ল্যাবিয়ালিস চিকিৎসায় ব্যবহার করা হয়। ভাইরাক্স® ইমিউনোকমপ্রোমাইজড রোগীদের হারপিস সিমপেক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর  ব্যবহার বিধি ও মাত্রা :


হারপিস সিমপেক্স চিকিৎসা : ২০০ মি.গ্রাম. করে দিনে ৫ বার ৫ দিন পর্যন্ত।
ইমিউনোকমপ্রোমাইজড রোগীদের ক্ষেত্রে ৪০০ মি.গ্রাম. ৫ বার করে  ৫ দিন পর্যন্ত।


 নতুন গোটা দেখা গেলে চিকিৎসা দীর্ঘায়িত করতে হবে  রোগ সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত:

ইমিউনোকমপ্রোমাইজড রোগীদের জেনিটাল হারপিসের ক্ষেত্রে মাত্রা ৮০০ মি. গ্রাম. দিনে ৫ বার)
দুই বছরের বেশি বয়সের শিশুদের জন্য ও পূর্ণবয়স্কদের মাত্রা প্রযোজ্য হবে।
অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।


ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর  গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময়ে ব্যবহার : গর্ভাবস্থার জন্য ক্যাটাগরি ‘বি’ ওষুধ। যখন ভ্রুণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তিসঙ্গত প্রমানিত হবে তখনই এ্যাসাইক্লোভির দেয়া যেতে পারে। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর প্রতিনির্দেশনা :যে সব রোগীদের এ্যাসাইক্লোভির এর প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর সতর্কতা :
বৃক্কের কার্যমতার সমস্যা জনিত রাগীদের এ্যাসাইক্লোভির সেবনে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের উপর ভিত্তি করে তাদের মাত্রা সমন্বয় করা উচিত। শিশুদের ক্ষেত্রে সপ্তাহে কমপক্ষে ২ দিন রক্তে নিউট্রোফিল এর সংখ্যা দেখতে হবে।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর পার্শ্ব প্রতিক্রিয়া
:চুলকানি, অন্ত্রনালীর অসুবিধা, বিলিরুবিন ও লিভার সংক্রান্ত এনজাইম বৃদ্ধি পাওয়া, রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর পরিমান বৃদ্ধি পাওয়া, রক্তে বিভিন্ন উপকরণ কমে যাওয়া, মাথাব্যথা, স্নায়ুবিক বিক্রিয়া, ক্লান্তি।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর সরবরাহ :

ভাইরাক্স ২০০ ট্যাবলেট: ৩ x ১০ টি।
ভাইরাক্স ৪০০ ট্যাবলেট: ২ x ১০ টি।
ভাইরাক্স সাস্‌পেনশন : ৭০ মি.লি।
ভাইরাক্স ৫% ক্রীম : ৫ গ্রাম।

ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর কাজ কি
ভাইরাক্স সিরাপ এর কাজ কি
ভাইরাক্স সাসপেনশন বা সিরাপ এর দাম কতো
ভাইরাক্স সাসপেনশন এর কাজ কি
ভাইরাক্স ২০০ ট্যাবলেট এর দাম কতো
ভাইরাক্স ২০০ ট্যাবলেট এর কাজ কি
ভাইরাক্স ২০০ ট্যাবলেট পার্শ্ব প্রতিক্রিয়া
ভাইরাক্স ৪০০ ট্যাবলেট এর কাজ কি
ভাইরাক্স ৪০০ ট্যাবলেট এর দাম কতো
ভাইরাক্স সাস্‌পেনশন ৭০ মি.লি এর  দাম কতো
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url