বিউটেফিন ক্রীম এর কাজ কি Butefin cream er kaj ki
বিউটেফিন ক্রীম এর কাজ কি Butefin cream er kaj ki
বিউটেফিন® - Butefin®
বিউটেফিন ক্রীম এর উপাদান :প্রতি গ্রাম ক্রীমে আছে বিউটেনাফিন হাইড্রোক্লোরাইড আইএনএন ১০ মি.গ্রাম ।
বিউটেফিন ক্রীম এর নির্দেশনা :বিউটেফিন® ক্রীম টিনিয়া পেডিস, টিনিয়া করপোরিস, টিনিয়া ক্রুরিস-এ নির্দেশিত। যা এপিডার্মোফাইটন ফ্লোক্কোসাম, ট্রাইকোফাইটন রুবরাম, ম্যালাসেজিয়া ফারফার, ট্রাইকোফাইটন টনসুরানস, ট্রাইকোফাইটন মেন্টাগ্রোফাইটস এর বিরুদ্ধে কাজ করে। ম্যালাসেজিয়া দ্বারা সংঘটিত টিনিয়া ভারসিকালার এর ক্ষেত্রেও নির্দেশিত।
বিউটেফিন ক্রীম এর মাত্রা ও ব্যবহার বিধি :টিনিয়া পেডিসের চিকিৎসায় বিউটেফিন® ক্রীম আক্রান্ত স্থানে প্রতিদিন দুইবার করে সাত দিন অথবা দিনে এক বার করে চার সপ্তাহ ব্যবহার করতে হবে। টিনিয়া করপোরিস অথবা টিনিয়া ক্রুরিসের ক্ষেত্রে দিনে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে। টিনিয়া ভার্সিকালারের ক্ষেত্রে দিনে একবার করে দুই সপ্তাহ ব্যবহার করতে হবে।
বিউটেফিন ক্রীম এর কাজ কি Butefin cream er kaj ki
বিউটেফিন ক্রীম এর যে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না : বিউটেনাফিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
বিউটেফিন ক্রীম এর পার্শ্ব প্রতিক্রিয়া :কনটাক্ট ডার্মাটাইটিস, চুলকানি, জ্বলুনি, প্রদাহ কদাচিৎ দেখা যায়।
বিউটেফিন ক্রীম এর অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : বিউটেনাফিনের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া নিরৃপিত হয়নি।
বিউটেফিন ক্রীম এর গর্ভকালীন সময় ব্যবহার : প্রেগনেন্সি ক্যাটাগরি সি যেহেতু এ বিষয়ে বিরূপ কোন প্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। তাই প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
বিউটেফিন ক্রীম এর স্তন্যদানকালীন সময় : বিউটেনাফিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা এখনো জানা যায়নি। তবে বিউটেনাফিন ক্রীম ব্যবহারে সতর্ক থাকা উচিত।
বিউটেফিন ক্রীম এর শিশুদের ক্ষেত্রে: ১২ বছরের নীচের বাচ্চাদের ক্ষেত্রে বিউটেনাফিন ক্রীমের কার্যকারিতা এখনো সুস্পষ্ট নয়।
বিউটেফিন ক্রীম এর সরবরাহ :বিউটেফিন ক্রীম: ১০ গ্রাম।
Butefin cream bangla use
বিউটেফিন ক্রীম এর দাম কতো
বিউটেফিন ক্রীম এর কাজ কি
বিউটেফিন ক্রীম এর পার্শ্ব প্রতিক্রিয়া
বিউটেফিন ক্রীম এর উপকারিতা
বিউটেফিন ক্রীম কি রোগের জন্য দেয়