আমার কি সুখে যায় দিন রজনী লিরিক্স ঐশি Ki Sukhe Jay Din Rojoni Song Lyrics In Bengali

 আমার কি সুখে যায় দিন রজনী  লিরিক্স ঐশি  Ki Sukhe Jay Din Rojoni Song Lyrics In Bengali


আমার কি সুখে যায় দিন রজনী গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে ঐশি । গানটি সংগীত করেছেন  আমির উদ্দিন । গানটি লিখছেন  আমির উদ্দিন ।এটি একটি  বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে। এই গানটি প্রকাশ করে " Star T Music " ইউটিউব চ্যানেল।
যদি কারো আর ভালো  বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা  সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ


Jk Majlish Feat. Oyshee
Song: Ki Sukhe Jay Din Rojoni
Lyric & Tune: Amir Uddin


আমার কি সুখে যায় দিন রজনী  লিরিক্স ঐশি


আমার কি সুখে যায় দিন রজনী  লিরিক্স ঐশি

আমার কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না

ও আমার প্রান বন্ধুয়ার তুলনা নাই
বলিরে তোরে
দেশ বিদেশে থাকো কোকিল
চিনোনি তারে

সে আমার হৃদয়ের ধন
সে ছাড়া অসহায় হইয়া
জুড়ে দু নয়ন
কুকিল যারে চাহে মন


একা একা,
একা একা থাকা আমার ভালো লাগেনা
একা একা থাকা আমার ভালো লাগেনা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না

আমার কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না
কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না

কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন
আর জ্বালাইও না

মিউজিক

বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতের অনল
সপ্ত সাগরের জ্বলেও হবেনা শীতল
বুকে জ্বলে ধিকি ধিকি পিরিতের অনল
সপ্ত সাগরের জ্বলেও হবেনা শীতল

ওই যে বসন্ত ফাগুন...কুকিলের কুহু সুরে
বুকে ধরে ঘুন বন্ধু হইলো নিদারুন
আসিবে বলিয়ে গেলো ফিরে এলো না
আসিবে বলিয়ে গেলো ফিরে এলো না
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না


মিউজিক

মনের মানুষ বিনে আমি কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নিরে রাখা
মনের মানুষ বিনে আমি কেমনে রই একা
ধরিয়া বান্ধিয়া যৌবন যায়নিরে রাখা

কুকিল আমার উপায় বল
প্রাণ বন্ধুয়ার খবর জানলে
আমায় নিয়া চল
আমি যার নামের পাগল

আমিরুউদ্দিন শুধু মাত্র বন্ধুর দিওয়ানা
আমিরুউদ্দিন শুধু মাত্র বন্ধুর দিওয়ানা
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
আমার কি সুখে যায় দিন রজনী

কেউ জানে না
কি সুখে যায় দিন রজনী
কেউ জানে না
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
কুহু সুরে মনের আগুন আর জ্বালাইও না
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url