কালসাপ গানের লিরিক্স সামজ ভাই Kalshap Song Lyrics Samz Vai kalsap mp3 Song Download

 কালসাপ গানের লিরিক্স সামজ ভাই Kalshap Song Lyrics Samz Vai


কালসাপ গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে সামজ ভাই। গানটি সংগীত করেছেন  সামজ ভাই ।  । গানটি লিখছেনকবির সামজ ভাই  ।এটি একটি  বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে।  এই গানটি প্রকাশ করে "শতাব্দী " ইউটিউব চ্যানেল।যদি কারো আর ভালো  বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা  সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ

Song : Kalshap
Singer : Samz Vai
Lyrics, Tune & Music : Samz Vai
Cast : Dustu Forhad, Shrabon Parvas & Pori
DOP : MK Mosharof
Edit : Soykat Mamun
Colour : Antor Hasan
Story & Direction : Soykat Mamun
Co-ordinated By Antor Hasan
Label : Antor Multimedia

কালসাপ গানের লিরিক্স সামজ ভাই

 

কালসাপ গানের লিরিক্স সামজ ভাই Kalshap Song Lyrics Samz Vai

কালসাপ গানের লিরিক্স সামজ ভাই


কিছু ইচ্ছে থাকে মন
মন্দিরে আশায় বাধিয়া চুল,
কিছু নিজেদের দোষে হারাইয়া
শুধু ভাবি নিয়তির ভুল।

যত গরযে তত বরষে না
ভালোবাসা ঠিক তেমন,
আমার নির্ঘুম রাত অপেক্ষা
দিন কাকতাড়ুয়ার মতন।

আমি বাইরের দেয়ালটাকে
রেখেছি চকচকে সাজিয়ে,
যেন ভেতরটাকে কেউ না
দেখে পুরোটাই গেছে জং পড়ে।

 তবু মনের গলায় কাটার
মালা গোলাপ দেয়া উপরে,
এক কালসাপে ধংশি আছে বুক
তুই বিনে কে বিষ ছাড়ে।

আমি কানা তুইও কানা কানায়
কানায় ভাব জমেনা মন ম
জাইছিলি কেন আমার সনে।
আমার পরান ঝালাইয়া
তারা গুনিস কারে লইয়া,
আমার পরান ঝালাইয়া
তারা গুনিস কারে লইয়া।

ভাসলাম আমি গো হায়
নর্দমার জলে রইলোনা
কেউ দুঃখেরও কালে,

ও বন্ধুরে রইলোনা কেউ
দুঃখেরও কালে।

আমার একটা নদী ছিলো
 ভাসতো সে তুইলা পাল,
বছর বছর আইলো গেলো
পাইলো শেষে পাশের খাল।

সব হারাইয়ালাম এভাবে
এভাবে কি দিন যাবে,
সব হারাইয়ালাম এভাবে
এভাবে কি দিন যাবে।

চুল দাড়ি পাকলো অকালে
ও বন্ধুরে রইলোনা
কেউ দুঃখেরও কালে,

রইলোনা কেউ দুঃখেরও কালে
 ও বন্ধুরে রইলোনা কেউ
দুঃখেরও কালে।

কিছু ইচ্ছে থাকে মন
মন্দিরে আশায় বাধিয়া চুল,
কিছু নিজেদের দোষে হারাইয়া
শুধু ভাবি নিয়তির ভুল।

যত গরযে তত বরষে না
ভালোবাসা ঠিক তেমন,
আমার নির্ঘুম রাত অপেক্ষা
দিন কাকতাড়ুয়ার মতন।

আমি বাইরের দেয়ালটাকে
রেখেছি চকচকে সাজিয়ে,
যেন ভেতরটাকে কেউ না
দেখে পুরোটাই গেছে জং পড়ে।

 তবু মনের গলায় কাটার
মালা গোলাপ দেয়া উপরে,
এক কালসাপে ধংশি আছে বুক
তুই বিনে কে বিষ ছাড়ে।

Kalshap Song Lyrics by Samz Vai

Kichu Ichae Thake mon
mondire ashay badiya chul
kichu nijerder dhoshe haraiya
shudu bhabi niotir vul

joto jorge to borshe na
valobasa thik temon
amar nirghum rat opekkha
din kataruyar mton

Ami baire deyalta ke
rekhechi chokchoke sajiye
jen vetor take kew na dekhe
dekhe purotai geche jong po

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url