চিনলা না চিনলা না পাগলী গানের লিরিক্স Chinla Na Chinla na pagli Song Lyrics Bangla
চিনলা না চিনলা না পাগলী গানের লিরিক্স Chinla Na Chinla na pagli Song Lyrics Bangla
চিনলা না চিনলা না পাগলী গানের লিরিক্স। এই গানে কণ্ঠ দিয়েছে আতিফ আহমেদ নিলয়। গানটি সংগীত করেছেন আতিফ আহমেদ নিলয় । । গানটি লিখছেন জসিম ।এটি একটি বাংলা অসাধারণ গান। এই গানটি শুনলে সবাই অনেক মজা পাবে। এই গানটি প্রকাশ করে "শতাব্দী " ইউটিউব চ্যানেল।যদি কারো আর ভালো বাংলা লিরিক্স এবং ইংলিশ লিরিক্সের প্রয়োজন হয়, তবে তা সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।ধন্যবাদ
Song : Chinla Na Chinla na pagli
Singer : Atif Ahmed Niloy
Lyricist : Jashim Uddin Akash
Tune : AH Turjo
Music : Ah Turjo
Label : BD29 Multimedia
Produce By : Jashim Uddin Akash
চিনলা না চিনলা না পাগলী গানের লিরিক্স
তোমার বিচার দিলাম
আমি খোদার আদালতে
আমার সাথে হইবো
দেখা তোমার আখিরাতে
তোমার বিচার দিলাম
আমি খোদার আদালতে
আমার সাথে হইবো
দেখা তোমার আখিরাতে
মন ভাঙ্গা আর মজিদ
ভাঙ্গা যদি সমান হয়
আখিরাতে তোমার
বিচার হবে যে নিশ্চয়
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
মিউজিক
ভালোবাসি তোমায় ভালো
বাসবো জীবন ভর
মন মাজারে রাখছি
তোমায় করবো না আর পর
ও ভালোবাসি তোমায় ভালো
বাসবো জীবন ভর
মন মাজারে রাখছি
তোমায় করবো না আর পর
আমার বুকে মাথা রাইখা
শান্তি পাইতা তুমি
সবি ছিলো মিথ্যা নাটক
জানতাম না তো আমি
তোমার কাছে এখন
আমি হলাম অচেনা
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
মিউজিক
মনটা এখন কেদেঁ মরে
মনের কারাগারে
ক্ষমা নামের ক্ষমা এখন
করবো না তোমারে
মনটা এখন কেদেঁ মরে
মনের কারাগারে
ক্ষমা নামের ক্ষমা এখন
করবো না তোমারে
তোমার কাছে এখন আমি
নয়রে কোন দামি
কেমন করে হয়ে
গেলাম অপরাধী প্রেমী
তোমার স্মৃতি মনের
ভিতর ভুলতে পারি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
চিনলি না চিনলি না পাগলী
আপন চিনলি না
চিনলা না চিনলা না বেঈমান
আমায় চিনলি না
Chinla Na Chinla na pagli Song Lyrics Atif Ahmed Niloy
Tomar bichar dilam
ami khedar adalote
amar sathe hoibo
dekha tomar akhirate
Tomar bichar dilam
ami khedar adalote
amar sathe hoibo
dekha tomar akhirate
Mon vanga ar mosjid
vanga jodi soman hoy
akhirate tomar
bichar hobe je nichoy
Chinla Na Chinla na pagli
Apon Chinla Na
Chinla Na Chinla na beiman
amay Chinla Na