মোবাইল চার্জ করলে কি বিদ্যুৎ বেশি বিল উঠে? একটা মোবাইল ফোন চার্জ করলে কতো টাকা বিদ্যুৎ বিল আসে ?

 

মোবাইল চার্জ করলে কি বিদ্যুৎ বেশি বিল উঠে? একটা মোবাইল ফোন চার্জ করলে কতো টাকা বিদ্যুৎ  বিল আসে ?

মোবাইল চার্জ করলে কি বিদ্যুৎ বেশি বিল উঠে? একটা মোবাইল ফোন চার্জ করলে কতো টাকা বিদ্যুৎ  বিল আসে ?


ধরি, আপনার মোবাইল ৩০০০ mAh এর এবং প্রতিদিন একবার ফুল চার্জ করেন অর্থাৎ ০% থেকে ১০০% পর্যন্ত । তাহলে এক মাসে ৩০ বার চার্জ করেন। তাহলে আপনার মাসে খরচকৃত বিদ্যুৎ এর পরিমাণ—

৩০০০*৩০ mAh বা, ৯০০০০ mAh বা ৯০ Ah(Ampere.hour)

মোবাইল ফোন ৫ ভোল্টের চার্জারে চার্জ হয় ।  তাহলে খরচ করা  বিদ্যুৎ শক্তির পরিমাণ দাঁড়ায়—

৯০*৫ Watt.hour বা, ৪৫০ Watt.hour বা ০.৪৫ kilowatt.hour বা ০.৪৫ ইউনিট।

প্রতি ইউনিটের খরচ ১০ টাকার কাছাকাছি। তাহলে মাসে আপনার খরচ হচ্ছে ০.৪৫*১০=৪.৫ টাকা মাত্র।

৩০০০mAh এর মোবাইল চার্জ করতে মাসে ৪.৫ টাকা খরচ হয় । একটা ৩০০০mAh এর মোবাইল ফোন এক বার  চার্জ করলে ০.১৫ পয়সা  বিদ্যুৎ  বিল আসে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url