মধু মালতি ডাকে আয় লিরিক্স Madhumalati Dake Aai Song Lyrics

 

মধু মালতি ডাকে আয় লিরিক্স Madhumalati Dake Aai Song Lyrics

মধু মালতি ডাকে আয় লিরিক্স Madhumalati Dake Aai Song Lyrics


Song Info:
Song ঃMadhumalati
Artist ঃAnuradha Paudwal
 

মধু মালতি ডাকে আয় লিরিক্স


মধু মালতি ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতি ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়

যূথী কামিনী কত কথা
যূথী কামিনী কত কথা
গোপনে বলে মলয়ায়
মধু মালতি ডাকে আয়

মিউজিক

চাঁপা বনে অলি সনে  আজ
লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
গো কি মাধুরী গো কি মাধুরী

মন চাহে যে ধরা দিতে
মন চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মধু মালতি ডাকে আয় ফুল

মিউজিক

মালা হয়ে প্রানে মম কে
জড়ালো কে জড়ালো
ফুল রেনু মধু বায়ে কে
ঝরালো কে ঝরালো

জানি জানি কে মোর হিয়া  
জানি জানি কে মোর হিয়া
রাঙালো রাঙা কামনায়
মধু মালতি ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতি ডাকে আয়

Madhumalati Dake Aai Song Lyrics

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url