মধু মালতি ডাকে আয় লিরিক্স Madhumalati Dake Aai Song Lyrics
মধু মালতি ডাকে আয় লিরিক্স Madhumalati Dake Aai Song Lyrics
Song Info:
Song ঃMadhumalati
Artist ঃAnuradha Paudwal
মধু মালতি ডাকে আয় লিরিক্স
মধু মালতি ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতি ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
যূথী কামিনী কত কথা
যূথী কামিনী কত কথা
গোপনে বলে মলয়ায়
মধু মালতি ডাকে আয়
মিউজিক
চাঁপা বনে অলি সনে আজ
লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে
গো কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে
মন চাহে যে ধরা দিতে
তবু সে লাজে সরে যায়
মধু মালতি ডাকে আয় ফুল
মিউজিক
মালা হয়ে প্রানে মম কে
জড়ালো কে জড়ালো
ফুল রেনু মধু বায়ে কে
ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া
জানি জানি কে মোর হিয়া
রাঙালো রাঙা কামনায়
মধু মালতি ডাকে আয়
ফুল ও ফাগুনের এ খেলায়
মধু মালতি ডাকে আয়
Madhumalati Dake Aai Song Lyrics