বাড়ির পাশে মধুমতি গানের লিরিক্স Barir Pashe ModhuMoti Song Lyrics
বাড়ির পাশে মধুমতি গানের লিরিক্স Barir Pashe ModhuMoti Song Lyrics
Song Info :
Song Name – Modhumoti-বাড়ির পাশে মধুমতি
Singer – Fazlur Rahmna Babu
Lyrics – Ahmed Risvy
Tune - Collected
Music – Emon Shaha
Director – Khan Mahi
বাড়ির পাশে মধুমতি গানের লিরিক্স
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
মিউজিক
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের ভেলা
কোথায় রইলা প্রাণ বন্ধুয়া
রাখিয়া একেলা
ভাদ্র মাসের আকাশ আমার
সাদা মেঘের ভেলা
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
মিউজিক
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা
বন্ধু বিনে আমার জীবন
প্রাণ থাকিতেও মরা
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা
বন্ধু বিনে আমার জীবন
প্রাণে থাকিতেও মরা
সব কথা কি যায়রে বলা
আমি ভালো নাইরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি