Mayar Taane Song Shofiqul lyriics in bangla.মায়ার টানে গানের লিরিক্স
Mayar Taane Song Shofiqul lyriics in bangla.মায়ার টানে গানের লিরিক্স
Song: Mayar Taane-মায়ার টানে
Singer: Shofiqul & Lora
Lyric: Snahashis Ghosh
Tune & Music: Imran Mahmudul
AP: Tonmoy Mahbubul
Director: Saikat Reza
মায়ার টানে গানের লিরিক্স শফিকুল
তুমি বান্ধিলা বান্ধিলারে
আমায় এ কোন মায়ার টানে
বন্ধু এ কোন মায়ার টানে
না দেখিলে তোমায় আমার
না দেখিলে তোমায় আমার
জল থাকে না জানে
জল থাকে না জানে ।
তুমি ডাইকোনা ডাইকোনা
বন্ধু আমায় এমন করে
বন্ধু আমায় এমন করে ।
প্রেমের চুমে কারিছ ঘুম
প্রেমের চুমে কারিছ ঘুম
একলা জাগি ঘরে
একলা জাগি ঘরে।
তুমি বান্ধিলা বান্ধিলারে
আমায় এ কোন মায়ার টানে
তুমি ডাইকোনা ডাইকোনা
বন্ধু আমায় এমন করে ।
মিউজিক
ইচ্ছে করে তোমার বুকে
মাথা রাইখা মন জুড়ায়
পাছে যদি জানে লোকে
কলঙ্ক লাগবে গায় ।।
দেইখা নিমু কে কি কয় কার
বুকের পাটা এতবড়
ভাল লাগে না খাইতে এমন
দুইবা দুইবা জল।
ভালো বাইশা তুলম যারে
দুই দিন বাদে নিজের ঘরে
যাবোই তো তার কাছে
আর কি বলার আছে ।
তুমি ডাইকোনা ডাইকোনা
বন্ধু আমায় এমন করে
তুমি বান্ধিলা বান্ধিলারে
আমায় এ কোন মায়ার টানে। ।
মিউজিক
তোমায় যত দেখি না কেন
বড়ে না আমার এ মন
ইচ্ছা করে পইড়া থাকি
তোমার কাছে সারাক্ষন । ।
ভালবাসায় এত যে সুখ
বুঝেছি তোমার ছোঁয়ায়
আর আগে আইলা না কেন
এই জীবনে তুমি হায় ।
যার কাছে মোর বেহেস্ত আছে
সুখের ঘরে চাবি আছে
রবই তো তার কাছে
কার কি বলার আছে ।
তুমি বান্ধিলা বান্ধিলারে
আমায় এ কোন মায়ার টানে
বন্ধু এ কোন মায়ার টানে
না দেখিলে তোমায়আমার
না দেখিলে তোমায় আমার
জল থাকে না জানে
জল থাকে না জানে ।
তুমি ডাইকোনা ডাইকোনা
বন্ধু আমায় এমন করে
বন্ধু আমায় এমন করে ।
প্রেমের চুমে কারিছ ঘুম
প্রেমের চুমে কারিছ ঘুম
একলা জাগি ঘরে
একলা জাগি ঘরে ।
তুমি বান্ধিলা বান্ধিলারে
আমায় এ কোন মায়ার টানে
তুমি ডাইকোনা ডাইকোনা
বন্ধু আমায় এমন করে ।।
তুমি বান্ধিলা বান্ধিলারে
আমায় এ কোন মায়ার টানে ।
Mayar Taane Song lyriics Shofiqul
Tumi bandila bandila re
amay a kon mayar tane
na dekhile tomay amar
na dekhile tomay amar
Jol thake na jane
Jol thake na jane
Tumi daikona daikona
bondhu amar emon kore
bondhu amar emon kore
premer chume karicho ghum
premer chume karicho ghum
Ekla jai ghore
Ekla jai ghore
Tumi bandila bandila re
amay a kon mayar tane
Tumi daikona daikona
bondhu amar emon kore
Iccha kore tomar buke
matha raikha mon juray
pase jodi jane loke
kolomgko lagbe gay
deikha nimu ke ki koy kar