Bisakto Abeg Song Lyrics By Gogon Sakib বিষাক্ত আবেগ লিরিক্স
Bisakto Abeg Song Lyrics By Gogon Sakib বিষাক্ত আবেগ লিরিক্স
Song Info:
Song : Bisakto Abeg
Singer : Gogon Sakib
Lyrics :Sakib Nayem
Tune : Gogon Sakib
Music : Jami Hasan
Edit & Color : Prince Samsul
Poster : Mobarok Hossain
বিষাক্ত আবেগ লিরিক্স
তোর লাগিয়া বন্ধু স্বজনছাইড়া দিলাম কত
তুই আমারে ছাইড়া গেলি
স্বার্থ পরের মত
তোর লাগিয়া বন্ধু স্বজন
ছাইড়া দিলাম কত
তুই আমারে ছাইড়া গেলি
স্বার্থ পরের মত
ষোল আনা বাইসা ভালো
পাই না এক আনা
তুই আমারে ধোঁকা দিয়া
সুখ তো পাবি না
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
হৃদয় ভাঙ্গা আর্তনাদে
উঠেছে কেপে রাত
আকাশ থেকে কান্না দেখে
কাঁদছে রে ওই চাঁদ
হৃদয় ভাঙ্গা আর্তনাদে
উঠেছে কেপে রাত
আকাশ থেকে কান্না দেখে
কাঁদছে রে ওই চাঁদ
অনেক তাঁরার ভীরে আমি
তোরে খুইজা যাই
ভাবলে দেহ শিউরে উঠে
তুই যে আমার নাই
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ
মাইয়া রে মাইয়া রে তুই
করলি জীবন শেষ
মাইয়া রে মাইয়া রে তুই
বিষাক্ত আবেগ