Benarosi Song Lyrics gogon sakib। বেনারশি গগন সাকিব লিরিক্স

 

Benarosi Song Lyrics gogon sakib। বেনারশি গগন সাকিব লিরিক্স

Benarosi Song Lyrics gogon sakib। বেনারশি গগন সাকিব লিরিক্স


Song Info -
Song : Benarosi
Singer : Gogon Sakib
Lyrics : GOGON SAKIB & K Nayem
Tune : Gogon Sakib
Music & Mix Master : Jami Ul Hasan


 বেনারশি গগন সাকিব লিরিক্স


 
বেনারশি পড়ছে সখি
আজ নাকি তার বিয়া
বাপ মার থেইকা নিছে বিদায়
সখি যে কান্দিয়া ।

বেনারশি পড়ছে সখি
আজ নাকি তার বিয়া
বাপ মার থেইকা নিছে বিদায়
সখি যে কান্দিয়া ।

সখির আজ আলতা পায়ে
মেহেদি রাঙ্গা হাত
কার বাসরে কনের সাঁজে
কাটবে তাহার রাত ।

সখি কইছে আমারে
তার সাথে মানাইবে না
সখি কইছে আমারে
তার সাথে মানাইবে না।

সখি আমার সেয়ানা
আমি কি বুঝি না
সবই ছিলো নতুন খাচায়
যাওয়ার বাহানা ।

সখি আমার সেয়ানা
আমি কি বুঝি না
সবই ছিলো নতুন খাচায়
যাওয়ার বাহানা ।

আমার মরার খবর শুইনা
যাবে রে সে চমকিয়া
একটা নজর দেখতে আমায়
আসবে রে সে ছুটিয়া...

আমার মরার খবর শুইনা
যাবে রে সে চমকিয়া
একটা নজর দেখতে আমায়
আসবে রে সে ছুটিয়া।

লাশের খাঁটি থাকবে পড়ে
রইব না আর আমি
ফিরবো না আর সখির সনে
করবো না পাগলামি।

সখি আজ মুচকি হাসে
কার চোখে চোখ রাখিয়া
সখি আজ মুচকি হাসে
কার চোখে চোখ রাখি...

নতুন মানুষ পাইয়া
গেলো আমায় ভুলিয়া
রোজ সকালে তার কপালে
দেয় কে চুমু আঁকিয়া ।


নতুন মানুষ পাইয়া
গেলো আমায় ভুলিয়া
রোজ সকালে তার কপালে
দেয় কে চুমু আঁকিয়া ।





Benarosi Song Lyrics gogon sakib

Benaroshi porche sokhi
Aj naki tar biya
Bap mar theika niche biday
Sokhi je kandiya

Benaroshi porche sokhi
Aj naki tar biya
Bap mar theika niche biday
Sokhi je kandiya

Sokhir aj alta paye
Mehedi rangga hat
Kar basore koner saje
Katbe tahar rat

Sokhi koiche amare
Tar sathe manaibe na
Sokhi amar seyana
Ami ki bujhi na

Sob-e chilo notun khachay
Jaowar bahana

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url