কাবা শরীফের ভিতরে কি কি আছে ? What is inside the Kaaba Sharif? Kaba sharif ar modde ki ki ache?
কাবা শরীফের ভিতরে কি কি আছে ? What is inside the Kaaba Sharif? Kaba sharif ar modde ki ki ache?
কাবা শরীফের ভিতরে কি কি আছে ? তা জানার কৌতূহল প্রত্যেক মুসলিমের মনে জাগে কারণ সাধারণ মানুষের তা দেখার সুযোগ মেলে না ।
মূলত পবিত্র কাবার ভিতরে ১৮০ বর্গমিটার পরিধিতে তিনটি বিশাল শতকোটি আছে যার ওপর ভর করে দাঁড়িয়ে আছে ছাদ ।প্রশিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তা'আলা আনহু কুঠি স্থাপন করেন । কালো রংয়ের খুঁটিগুলোর বয়স ১৩৫০ বছর । প্রতিটির আয়তন ১৫০ সেন্টিমিটার এবং বেশ ৪৪ সেন্টিমিটার ।
খুটি তিনটির মাঝে রয়েছে একটি দন্ড । যাতে পবিত্র কাবার জন্য হাদিয়া স্বরূপ পাঠানো মূল্যবান তামা রুপা ও কাঁচের তৈরি প্রদীপ ঝুলিয়ে রাখা আছে । এছাড়াও এতে রয়েছে বিস্তৃত একটি তাক ।। মেশক আম্বরের মতো সুগন্ধি দ্রব্য থাকে সেই সঙ্গে থাকে । পরিচ্ছন্নতার সামগ্রী রাখার একটি বাক্স । প্রতিবছর কাবাশরিফ সাবান পানি ও সুগন্ধি দিয়ে ধোয়া হয় ।
পবিত্র কাবার ভিতরে ডানপাশের রোকনের স্বামীতে ছাদে ওঠার সিঁড়ি আছে বলে জানায় হার্মাইন কর্তৃপক্ষ । এ ছাড়া একটি জানালাবিহীন কক্ষে রয়েছে একটি দরজা । যেটি কোরানের আয়াতগুলো সোনা-রূপা খচিত লেখায় নকশা করা রেশমের সুন্দর পর্দা দিয়ে ঢাকা ।
কাবা ঘরের মেঝে শ্বেত পাথর দিয়ে তৈরি । দেয়াল আবৃত রঙিন মর্মর পাথর দিয়ে । আর দেয়ালের অভ্যন্তরীণ অংশ লাল রঙের রেশমি কাপড় দিয়ে ঢাকা । এসব পর দুই কালেমা ও আসমাউল হুসনা গুন্ন রয়েছে । কাবা শরীফের ভিতরে ৯ টি পাথর রয়েছে ।
এছাড়া সাদা মার্বেল পাথরে নির্মিত দশটি শিলালিপি। কাবাঘরের চারটি কোণের আলাদা নাম রয়েছে। এগুলো হলো হাযরে আসওয়াদ, রুকনে ইরাকি , রোকনের স্বামী ও রুকনে ইয়ামানী ।